রাজবাড়ীতে নৌকাডুবি, তিনজনের লাশ উদ্ধার
রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিণবাড়িয়া বাজার সেতুর কাছে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে চারজন।
আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে কালুখালী থানা পুলিশ ওই তিনজনের লাশ উদ্ধার করে।
নিহত তিনজন হলেন হালিমন (৫০), ফরিদা (৪০) ও রাজু (৪)। তাঁদের বাড়ি রাজবাড়ীর পাংশা ও কালুখালী থানার বিভিন্ন এলাকায়।
নৌকাডুবিতে নিখোঁজ চারজন হলেন বেগম (২০), রাহুল (৬), হাসনা (৫) ও দুলাল (৩৬)।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ফকির ঘটনাস্থল থেকে জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হরিণবাড়িয়া বাজার থেকে ২০-২২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা সাদারচর এলাকায় যাচ্ছিল। ট্রলারটি বাজারের সেতুর কাছে প্রবল স্রোতের কারণে ডুবে যায়। ওই সময় নৌকার অন্য যাত্রীরা সাঁতরে উপরে উঠে এলেও সাতজন নিখোঁজ থাকেন। নিখোঁজ সাতজনের মধ্যে তিনজনের লাশ আজ সকালে উদ্ধার করা হয়।