তাজ মঞ্জিলের মালিকের স্ত্রীসহ ৫ জন রিমান্ডে
পুলিশের কর্তব্যকাজে বাধা ও তথ্য গোপন করার অভিযোগে কল্যাণপুরের তাজ মঞ্জিল মালিকের স্ত্রী মমতাজ পারভীনসহ পাঁচজনের দুদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
গত ২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান আসামিদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আজ রোববার ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলম শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর করা বাকি আসামিরা হলেন তাজ মঞ্জিলের মালিকের ছেলে মাজহারুল ইসলাম, তাঁদের সহযোগী মাহফুজুল আনসার, মমিন উদ্দিন ও জাকির হোসেন।
সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা (জিআরও) আলতাফ হোসেন এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
গত ১ আগস্ট তাঁদের বিরুদ্ধে মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বজলার রহমান এ মামলা করেন।
নথি থেকে জানা যায়, গত ২৫ জুলাই রাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কে তাজ মঞ্জিল নামের ছয়তলা একটি ভবনের পঞ্চম তলায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েন পুলিশ সদস্যরা। পরে ২৬ জুলাই ভোরে সেখানে সোয়াতের বিশেষ অভিযানে নিহত হয় ৯ জঙ্গি।
মূল অভিযানের আগে পালাতে গিয়ে আহত অবস্থায় আটক করা হয় মো. রাকিবুল হাসান রিগ্যান নামের এক জঙ্গিকে। তাকে পুলিশি পাহাড়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনার পর পর তাজ মঞ্জিলের মালিকের স্ত্রী, ছেলেসহ পাঁচজনকে আটক করে পুলিশ। তাঁদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে দুদিন করে রিমান্ডে নিয়েছিল পুলিশ। রিমান্ড শুনানি উপলক্ষে আজ তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।