এবারও চ্যাম্পিয়ন দিদার বলী
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বার স্মৃতি বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের দিদার বলী। বলীখেলার ১০৬তম এই আসরের ফাইনালে রানার্স আপ হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অলি।
আজ শনিবার বিকেলে নগরীর লালদীঘি মাঠে বলীখেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন। এই কুস্তি প্রতিযোগিতা দেখতে জড়ো হন নানা বয়সের হাজারো দর্শক। প্রতিযোগিতায় অংশ নেওয়া ৭৮ জন বলীকে করতালি দিয়ে আর চিৎকার করে উৎসাহ দেন তাঁরা।
আবদুল জব্বার স্মৃতি বলীখেলায় দিদার বলী এ পর্যন্ত ১২ বার চ্যাম্পিয়ান হয়েছেন। আর রানার্সআপ অলি এর আগে ২০১২ সালে একবার চ্যাম্পিয়ান হন।
এদিকে জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা উপলক্ষে লালদীঘির মাঠ ও আশপাশের এলাকায় ভিড় করেছে হাজারো মানুষ। তিন দিনের এই বৈশাখী মেলা শেষ হবে রোববার।
১০৯ সালে শুরু হওয়া এ বলীখেলা এবার ১০৬তম আসর পূর্ণ করেছে। ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবসমাজকে সংগঠিত করতে স্থানীয় ব্যবসায়ী আবদুল জব্বার এ প্রতিযোগিতার প্রচলন করেন।