ডোমারে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার
নীলফামারীর ডোমারে পাঁচ সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার মৌজাপাঙ্গা গ্রামের জলদানপাড়া এলাকার ফজলুল হকের স্ত্রী জরিনা বেগমের (৪৮) মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ রাজিউর রহমান জানান, স্বামীর বাড়ি থেকে ওই নারীর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিহতের পরিবার জানিয়েছে, জরিনা কয়েক বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। ঘটনার দিন সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরে তাঁর ঝুলন্ত দেহ দেখে পুলিশে খবর দিলে ডোমার থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ডোমার থানায় একটি মামলা করা হয়েছে বলেও ওসি জানিয়েছেন।

মো. মোস্তফা আবিদ, নীলফামারী