মীর কাসেমকে তওবা পড়াবেন কারা মসজিদের ইমাম
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীকে তওবা পড়াবেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ইমাম হাফেজ মুফতি মোহাম্মদ হেলাল উদ্দিন।
আজ শনিবার কারা কর্তৃপক্ষের দায়িত্বশীল একটি সূত্র এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাবিধি অনুযায়ী ফাঁসির দণ্ড কার্যকরের আগে ইসলাম ধর্মাবলম্বী আসামিদের তওবা পড়ানো হয়। সে অনুযায়ী মীর কাসেম আলীকে তওবা পড়ানোর জন্য নির্বাচন করা হয়েছে মুফতি মোহাম্মদ হেলাল উদ্দিনকে।
প্রাণভিক্ষা না চাওয়ায় যেকোনো সময় ফাঁসি কার্যকর হতে পারে মীর কাসেমের। আজ রায় কার্যকর হবে কি না বা হলেও সেটা কখন, সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি প্রশাসন।
তবে কারাগারের আশপাশে নেওয়া নিরাপত্তাব্যবস্থা, পরিবারের সদস্যদের সাক্ষাতের সময় নির্ধারণ করে দেওয়া, আইজি প্রিজনের কারাগারে প্রবেশসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে ধারণা করা হচ্ছে আজই দণ্ড কার্যকর করা হতে পারে।