নেত্রকোনায় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় রনি রহমান (৩৫) নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে পূর্বধলা বাজার থেকে তাকে আটক করা হয়।
রনি নেত্রকোনা সদর উপজেলার রাজুর বাজার এলাকার গজিনপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। আটকের সময় তার কাছে চ্যানেল৭ বিডিডটকম নামের একটি অনলাইন টেলিভিশনের ফটো সাংবাদিকের পরিচয়পত্র পাওয়া যায়।
দোকান মালিক ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে পূর্বধলা উপজেলা সদরের বাজারে অ্যাগ্রো ফ্রাই রেস্টুরেন্ট, খিতিশ মিষ্টান্ন ভাণ্ডার ও সবুজ মিয়ার মিষ্টির দোকানে গিয়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দেয় রনিসহ তিন ব্যক্তি । তারা অ্যাগ্রো ফ্রাই রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেন। ওই সময় দোকান মালিক জরিমানার টাকা কমানোর জন্য তাদের কাছে কাকতি মিনতি করেন। কিন্ত টাকা না কমানোয় বিষয়টি পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলাল উদ্দিনকে জানানো হয়। পর ইউওনও রনি রহমানের সঙ্গে কথা বলে বুঝতে পারেন তিনি ম্যাজিস্ট্রেট নন। পরে পুলিশকে খবর দিলে রনিকে আটক করা হয়। তবে অন্য দুই ব্যক্তি পালিয়ে যায়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক রনিকে আজ শনিবার আদালতে পাঠানো হবে।