পাবনার একটি গ্রামে কাল ঈদ

সারা দেশের মানুষের ঈদ পালনের একদিন আগেই ঈদ পালন করবেন পাবনার সুজানগরের একটি গ্রামের মানুষ। আগামীকাল সোমবার ঈদুল আজহা উদযাপন করবেন তাঁরা।
ঈদুল আজহা উপলক্ষে সুজানগরের বদনপুর শাহ নকিবিয়া দরবার শরিফে আগামীকাল সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছর এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে।
বরাবরের মতো এবারও শাহ নকিবিয়া দরবার শরিফ ঈদুল আজহা উপলক্ষে ঈদ জামাতের সব প্রস্তুতি আগেই সম্পন্ন করেছে। পাকিস্তানের কাদেরিয়া তরিকার অনুসারী শাহ সুফি আরশেদ আলম সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের এই জামাতে নেতৃত্ব দেন। এবার মাওলানা আবুল কালাম আজাদের ঈদের জামাতে ইমামতি করার কথা রয়েছে।