খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে

খুলনায় ঈদের প্রধান জামাতের জন্য সার্কিট হাউস ময়দান প্রস্তত করেছে সিটি করপোরেশন।
খুলনায় ঈদুল আজহার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জেলা সার্কিট হাউস ময়দানে মঙ্গলবার সকাল ৮টায়। খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ঈদ জামাত অনুষ্ঠানের সব প্রস্তুতিই সম্পন্ন করা হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস সার্কিট হাউস ময়দান পরিদর্শন করেছেন। ঈদুল আজহার জামাত অনুষ্ঠানের জন্য খুলনা সার্কিট হাউস ময়দানকে বর্ণিলভাবে সাজানো হয়েছে। বানানো হয়েছে একাধিক তোরণ।
খুলনায় ঈদের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হবে খুলনা বাইতুন নূর মসজিদ, ইসলামাবাদ ঈদগাহ, নূর নগর ফায়ার ব্রিগেড ঈদগাহ, খুলনা আলীয়া মাদ্রাসা, জিন্না মসজিদ, খালিশপুর ও দৌলতপুরের বিভিন্ন ঈদগাহ মাঠে।
ঈদকে সামনে রেখে খুলনা নগরীর গুরুত্বপূর্ণ স্থানে রঙিন পতাকা লাগানো হয়েছে।