চট্টগ্রামে ১৬৬টি স্থানে ঈদের জামাত

চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ডের ১৬৬টি স্থানে আগামীকাল মঙ্গলবার ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এসব জামাতের ব্যবস্থাপনায় থাকবে সিটি করপোরেশন ও ঈদ জামাত কমিটি।
চট্টগ্রামে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ঈদগাহে। এখানে প্রধান ঈদ জামাত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে ও দ্বিতীয় জামাত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে। প্রথম জামাতে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম আলহাজ মাওলানা নুর মোহাম্মদ ও দ্বিতীয় জামাতে মুফতি কারী জালাল উদ্দিন ইমামতি করবেন।
এ ছাড়া কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন মাঠে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে পার্শ্ববর্তী জিমনেশিয়ামে জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
ঈদের দিন বিকেল ৪টার মধ্যে নগরীর বর্জ্য যে কোনোভাবে শেষ করার কথা জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।