মোংলায় ঈদের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহে

মোংলায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। পৌর কর্তৃপক্ষের আয়োজনে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় প্রথম এবং সাড়ে ৮টায় দ্বিতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে।
পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজের ইমামতি করবেন কেন্দ্রীয় বাজার জামে মসজিদের খতিব মাওলানা তৈয়বুর রহমান।
দলমত নির্বিশেষে সবাইকে পৌর ঈদগাহ মাঠে নামাজ আদায়ের জন্য আহ্বান জানিয়েছেন পৌর মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী। ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের জন্য সাজসজ্জার পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণ করে পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন পৌর মেয়র।
কোরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখাসহ শহরকে পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা চেয়েছে পৌর কর্তৃপক্ষ।
পৌর ঈদগাহ ময়দান ছাড়াও প্রায় অর্ধশত মাঠ ও মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের জামায়াত। এ ছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা সম্বলিত ব্যানার, ফেস্টুন শোভা পাচ্ছে শহরজুড়ে।