বরিশালে ঈদের প্রধান জামাত হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে

বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত হবে নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হবে।
সিটি মেয়র আহসান হাবীব কামালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এখানে ঈদের নামাজ আদায় করবেন।
সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঈদগাহে প্যান্ডেল তৈরিসহ যাবতীয় কাজ প্রায় শেষ। পুরুষের পাশাপাশি প্রধান জামাতে নারীদের বসারও আয়োজন করা হয়েছে।
আজ সোমবার সকালে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রস্তুতি এবং নিরাপত্তার আয়োজন সম্পর্কে খোঁজখবর নিতে সেখানে যান বরিশালের পুলিশ কমিশনার রুহুল আমিন। ঈদের জামাত নিরাপদ এবং নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পাশাপাশি নগরীর কয়েকটি মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৯টায়, জামে এবায়েদুল্লাহ মসজিদে সকাল ৮টায় ও সাড়ে ৯টায়, বায়তুল মোকাররম মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায় এবং পুলিশ লাইনস মাঠে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বরিশালে সবচেয়ে বড় ঈদের জামাত হবে চরমোনাই দরবার শরিফের মাদ্রাসা মাঠে। সেখানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।