শেরপুরের ৮টি গ্রামে ঈদ উদযাপন

শেরপুরের আটটি গ্রামে আজ সোমবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ছবি : এনটিভি
সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছর ঈদ উদযাপন করে শেরপুরের আটটি গ্রামের মানুষ। সেই ধারাবাহিকতায় আজ সোমবার ঈদুল আজহা উদযাপন করছে শেরপুর সদরের উত্তর ও দক্ষিণ চরখারচর, মুন্সীরচর, বামনের চর, ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও চিনামারা, নকলার বানেশ্বরদী গ্রামের অনেক অধিবাসী।
এসব গ্রামে সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের বড় জামাত দুটি অনুষ্ঠিত হয় সকাল ৮টায় বনগাঁও চতল ও নন্নী মধ্যপাড়ায়। নামাজ শেষে পশু কোরবানি করা হয়।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছরই ঈদ উদযাপন করা এসব মানুষ নির্দিষ্ট একজন পীরের ভক্ত বলে জানা গেছে।