চট্টগ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত

চট্টগ্রামে ঈদুল আজহার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ঈদগাহে। এখানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭ টা ৪৫ মিনিটে ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ৪৫ টায়। প্রথম জামাতে ঈমামতি করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা নুর মোহাম্মদ ।
ঈদের প্রথম ও প্রধান জামাতে প্রবাসী কল্যান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন,বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোঃ নাছির উদ্দিন, নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহামুদুল ইসলাম ও সোলেমান আলম শেঠ।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১ টি ওয়ার্ডের ১৬৬ টি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মাঠে সকাল ৮ টায় ঈদ জামাতে প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।