রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/05/photo-1430826847.jpg)
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন গুরুতর আহত হয়েছেন। জাকিরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি শিশির আহমেদ ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের সমর্থকদের সাথে বিরোধী পক্ষ রাজ-তিতাস সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় জাকির হোসেনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরশেদ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় আমরা পরীক্ষার কাজে ব্যস্ত ছিলাম। সংঘর্ষের কথা শুনে আমরা গিয়ে সংঘর্ষের ঘটনা দেখতে পাই।’
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শফিক বলেন, ‘২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন আহত হওয়ার খবর শুনেছি।’