ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রংপুরের মিঠাপুকুরে ধানক্ষেতে পড়ে থাকা এক ফুটফুটে ছেলে নবজাতককে উদ্ধার করেছে গ্রামবাসী। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নবজাতক শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করার পর পুলিশ সদস্যদের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং তার পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধানক্ষেতে কাজ করতে যাওয়ার সময় কৃষক আব্দুল করিম প্রথমে নবজাতকের কান্নার শব্দ শুনে ছুটে যান। ধানক্ষেতে গিয়ে তিনি দেখেন খোলা আকাশের নিচে পড়ে থাকা নবজাতকটি কাঁদছে। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী দ্রুত শিশুটিকে তুলে নিয়ে প্রাথমিক সেবা দেয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)