চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
নিখোঁজের ১৭ দিনের পর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অমি নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে চৌডালা ইউনিয়নের গোড়িয়াবাজার এলাকায় রাস্তার পাশের নর্দমা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ জানান, নিহত অমি গোমস্তপুর উপজেলার ফকিরপাড়ার কর্নেল আলীর ছেলে। গত ১৭ এপ্রিল থেকে অমি নিখোঁজ ছিলেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন নর্দমায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ওসি জানান, লাশের গলায় ও ডান কানে আঘাতের চিহ্ন ছিল। সেই থেকে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে অমিকে হত্যা করা হতে পারে। অমির লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অমিকে খুঁজে না পেয়ে তাঁর বাবা কর্নেল আলী গত ২৯ এপ্রিল গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ