‘আওয়ামী লীগ দেশবাসীর শান্তির ঠিকানা’
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর বলেছেন, দেশের মানুষ শান্তি চায়। আওয়ামী লীগ দেশবাসীর সেই শান্তির ঠিকানা। পার্বত্যবাসীর শান্তির জন্য পার্বত্য শান্তিচুক্তি সম্পাদন করেছিল আওয়ামী লীগ সরকার। ভূমি জটিলতাসহ সব সমস্যার সমাধানের মাধ্যমে শান্তিচুক্তি বাস্তবায়নের পথেই হাঁটছে সরকার।
আজ শুক্রবার বিকেলে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জেলা কৃষক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, ধ্বংসাত্মক রাজনীতি নয়, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। মানুষ পুড়িয়ে মারার রাজনীতি আওয়ামী লীগ পছন্দ করে না। ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিএনপি জোট দেশের জনগণের আস্থা হারিয়েছে।
জেলা কৃষক লীগের সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া প্রাপনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহের হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক খন্দকার সামশুল হক রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈ হ্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমান, যুগ্ম সম্পাদক লক্ষ্মীপদ দাশ, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা নূর আলী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
পরে প্রধান অতিথি বীর বাহাদুর জেলা কৃষক লীগের বর্তমান সভাপতি ও সম্পাদককে স্বপদে বহাল রেখে কৃষক লীগের নতুন জেলা কমিটি ঘোষণা করেন। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এদিকে অনুষ্ঠান শেষে স্থানীয় রাজার মাঠে সম্মেলন উপলক্ষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।