চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

চাঁদপুরে উদ্বোধন করা হলো জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬।
আজ সোমবার সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সামছুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।
জেলার আট উপজেলা এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আজ উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ নেয় চাঁদপুর সদর উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলা। প্রতিদিন সকাল ১০টায় খেলা শুরু হবে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ নিচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের বালকরা আর বঙ্গমাতা গোল্ডকাপে অংশ নিচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা।