নীলফামারীতে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
নীলফামারীতে এক বৃদ্ধাকে হত্যার দায়ে আজ মঙ্গলবার আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মাহমুদুল কবীর। এ ছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের জুম্মাপাড়ার আকবর আলী, তাঁর তিন ছেলে গোলাম মোস্তফা, আব্দুল মজিদ ও নূর ইসলাম, তফেল উদ্দিনের তিন ছেলে আব্দুল মান্নান, আব্দুল হান্নান ও আব্দুস সালাম এবং একই গ্রামের ইয়াকুব আলী।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পূর্ব শক্রতার জের ধরে ২০০২ সালের ২২ অক্টোবর রাতে একই উপজেলার মধ্যরাজীব গ্রামের মৃত শমসের আলীর স্ত্রী কালঠি বেগমকে (৭৫) বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে একটি বাঁশ ঝাড়ে লাশ ফেলে রাখেন আসামিরা। এ ঘটনায় কালঠির ভাই বেলাল হোসেন বাদী হয়ে ওই বছরের ২৩ অক্টোবর কিশোরগঞ্জ থানায় ওই আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ মঙ্গলবার দুপুরে বিচারক এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি অক্ষয় কুমার রায় ও আসামিপক্ষে আইনজীবী আব্দুল ওহাব চৌধুরী।

মো. আবিদ মোস্তফা, নীলফামারী