‘তাদের পেলে পেটে পাড়া দিয়ে মেরে ফেলবেন’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/07/photo-1423299230.jpg)
পেট্রলবোমা হামলাকারীদের পেলে ‘পেটে পাড়া দিয়ে’ হত্যার নির্দেশ দিয়েছেন ঢাকা-২০ (ধামরাই) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল মালেক। আজ শনিবার ভোররাত ৪টার দিকে ঢাকার ধামরাইয়ের জয়পুরা এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের তিনি এ নির্দেশ দেন।
অনুষ্ঠানে ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারও উপস্থিত ছিলেন।
আজ ভোরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে গঠন করা ঢাকা-আরিচা মহাসড়ক নিরাপত্তা কমিটির কার্যক্রম উদ্বোধন করেন আবদুল মালেক। জয়পুরায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি সিএনজি স্টেশনে আয়োজিত ওই সভায় তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা যে রাত জেগে পাহারা দিচ্ছেন ওই পেট্রলবোমার বিরুদ্ধে, আপনারা যদি তাদের কখনো পান, তবে সাথে সাথে তাদের পেটে পাড়া দিয়ে মেরে ফেলবেন।’
বিএনপি থাকলে এ দেশের দুর্গতি দূর হবে না দাবি করে সংসদ সদস্য বলেন, ‘আমরা চাই এ দেশে বিএনপি যাতে আর কখনো রাজনীতিতে না আসতে পারে। সারা বাংলার খবর, বিএনপি নিস্তেজ হয়ে এসেছে। খুব বেশি দেরি নেই। এর মধ্যেই তাদের যবনিকা ঘটবে। ওই খালেদা জিয়া জেলে যাবেন।’
এ সময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসি দাবি করেন আবদুল মালেক। তিনি বলেন, ‘বিএনপির পেট্রলবোমা হামলা আর যানবাহনের অগ্নিসংযোগের ঘটনা মোকাবিলায় আজ থেকে ঢাকা-আরিচার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাহারা দেবেন।’