নড়াইলে জেলহত্যা দিবস পালিত
নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জেলহত্যা দিবস।
১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে নির্মমভাবে গুলি করে হত্যা করে ঘাতকরা।
আজ সকালে চার নেতার স্মরণে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুরাতন বাস টার্মিনালে দলীয় কার্যালয়ের সামনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে দলটির নেতাকর্মীরা।
পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুভাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সহসভাপতি অ্যাডভোকেট ফজলুল রহমান জিন্নাহ, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজ বিকেলে নড়াইল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।
সভা শেষে চার নেতাসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

এম মুনীর চৌধুরী, নড়াইল