ভোলায় মানবপাচারকারী আটক
মানবপাচারকারী দলের এক সদস্য মো. ফারুক হোসেন। ছবি : এনটিভি
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার পুলিশ মানবপাচারকারী দলের এক সদস্যকে আটক করেছে। আটক মো. ফারুক হোসেন (২৯) আন্তর্জাতিক মানবপাচারকারী দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরেফিন সিদ্দিক জানান, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর চরমঙ্গল গ্রাম থেকে ফারুক হোসেনকে আটক করে পুলিশ। তাঁকে আটকের পর থানায় আনা হলে থানায় এসে ভুক্তভোগী মো. মহিউদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ওসি আরো জানান, ফারুকের নামে মামলা হয়েছে মানবপাচারকারী আইনে। এরপর আজ (সোমবার) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আফজাল হোসেন, ভোলা