নড়াইলে ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার
নড়াইলে ৩০৫টি ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় সাজা পাওয়া ও একাধিক মামলার পলাতক আসামি লিটন কাজীকে (৩৫) গ্রেপ্তার করেছেন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।
সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের রামসিদি গ্রামের নিজ বাড়ি থেকে আজ বুধবার সকাল ৬টার দিকে লিটনকে গ্রেপ্তার করা হয়।
লিটনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম। তিনি জানান, লিটন মাদক মামলায় পাঁচ বছর সাজা পেয়েছেন। এ ছাড়া একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। এত দিন তিনি পলাতক ছিলেন।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে ডিবির উপপরিদর্শক (এসআই) হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরা লিটনকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

এম মুনীর চৌধুরী, নড়াইল