ঢাবিতে ছাত্রদলের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/07/photo-1423328814.jpg)
বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে‘ব্যর্থ’ হওয়ায় ভাইস চ্যান্সেলর (ভিসি) আ আ ম স আরেফিন সিদ্দিকের পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এক সংবাদ বিবৃতিতে এ ধর্মঘটের ডাক দেন।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের রাজনৈতিক সহাবস্থানে ভিসির কাছে স্মারকলিপি দেওয়া হলেও তা কার্যকর হয়নি। তাঁরা জানান, সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।