নির্বাচন ঘিরে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে : আফরোজা খানম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ–৩ আসনে দলীয় প্রার্থী আফরোজা খানম রিতা অভিযোগ করে বলেছেন, জাতীয় নির্বাচনকে ঘিরে গুপ্তচক্র সক্রিয় রয়েছে এবং বিভিন্ন ষড়যন্ত্রমূলক তৎপরতা চালানো হচ্ছে। সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে মানিকগঞ্জসহ দেশ আবারও অন্ধকারে ফিরে যাবে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।
আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দ্য হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের এক দশক পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আফরোজা খানম।
বিএনপিনেত্রী আফরোজা খানম রিতা বলেন, দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন থেকে মুক্ত হয়ে দেশ পুনর্গঠনের সুযোগ এসেছে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, একটি সিদ্ধান্ত শুধু আপনার নয়—আপনার সন্তানের ভবিষ্যতও নির্ধারণ করে। মানিকগঞ্জকে অবনতির দিকে যেতে দেওয়া যাবে না।
আফরোজা খানম রিতা দাবি করেন, মানিকগঞ্জ ঐতিহ্যগতভাবে ‘ধানের শীষের’ এলাকা, এবং জনগণের ভালোবাসার মূল্য দিতে বিএনপি নেতৃত্ব ভবিষ্যতে উন্নত মানিকগঞ্জ গড়তে কাজ করবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ পারভেজ সভাপতিত্ব করেন। প্রধান শিক্ষক এস এম আশরাফুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম এবং স্থানীয় শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকরা।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ