চাঁদপুরে ভূমিদস্যুদের বিচার দাবি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী এলাকায় ভূমিদস্যুদের হাত থেকে সম্পত্তি রক্ষা ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে শাহরাস্তির চিতোষী দক্ষিণ বাজার সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একাধিক ভূমিদস্যু ও সন্ত্রাসী শাহরাস্তি উপজেলার চিতোষী চান্দল এলাকায় মানুষের সম্পত্তি জোর করে দখল ও ভোগ করছে। এলাকার মো. নিজাম উদ্দিনের পৈত্রিক সম্পত্তি নিয়ে তার সঙ্গে ভূমিদস্যু মো. মহিউদ্দিন দুলাল ও আবুল বাসার মোহনের অনেক দিন ধরে ঝামেলা চলছে। সম্পত্তি ভোগদখলে বাধা দিলে নিজাম উদ্দিন ও তার বাবা মাহফুজুল হককে দুই দফায় মারধর করে ওই ভূমিদস্যুরা। এ ঘটনায় মো. নিজাম উদ্দিন বাদী হয়ে শাহরাস্তি থানায় দুটি মামলা করেছেন। কিন্তু মামলার পর আসামিরা এখনো প্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।
মানববন্ধনে বক্তারা আসামিদের গ্রেপ্তার ও সম্পত্তি রক্ষার দাবি করেন। মানববন্ধনে বক্তব্য দেন মো. গোলাম কিবরিয়া, এনাম হোসেন ও হারুনুর রশিদ পাটওয়ারীসহ অনেকেই।