বগুড়ায় বেইলি ব্রিজ ভেঙে ৩ উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/11/23/photo-1479897471.jpg)
বগুড়ার গাবতলী উপজেলার খলসাগুড়া এলাকায় আজ বুধবার সকালে বেইলি ব্রিজ ভেঙে একটি সারবোঝাই ট্রাক খালে পড়ে যায়। ছবি : ফোকাস বাংলা
বগুড়ার গাবতলী উপজেলার খলসাগুড়া এলাকায় আজ বুধবার সকালে বেইলি ব্রিজ ভেঙে একটি সারবোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এতে ট্রাকটির চালক ও দুই পথচারী আহত হয়েছে। এ ঘটনার পর থেকে জেলা সদরের সঙ্গে তিনটি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এলাকাবাসী জানায়, আজ সকাল ৭টার দিকে বিএডিসির সারবোঝাই একটি ট্রাক গাবতলী যাওয়ার পথে খলসাগুড়া এলাকায় বেইলি ব্রিজে ওঠে। ট্রাকটি মাঝামাঝি আসার পর হঠাৎ লোহার বেইলি ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকের চালক ও দুই পথচারী আহত হন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এখন পর্যন্ত ট্রাক ও সার উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনার পর থেকে জেলা সদরের সঙ্গে গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।