চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প বাঁধ ধসের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা নাগরিক কমিটি। এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
হাইমচর উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে আজ রোববার সকাল ১০টায় উপজেলার আলগীবাজার সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে হাইমচরের ইউএনও উদয়ন দেওয়ানের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বেশ কিছুদিন ধরে একটি চক্র মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। যার কারণে নদী ভাঙন প্রকল্প বাঁধে ধস নেমেছে। এভাবে যদি বালু উত্তোলন অব্যাহত থাকে তাহলে হাইমচর উপজেলাটি অচিরেই নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
এ সময় এলাকাবাসী বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে ১৫ দিনের আলটিমেটাম দেয়। অন্যথায় কঠোর আন্দোলনে গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন, নাগরিক কমিটির সভাপতি এম এ জব্বার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বেগ, হাইমচর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মাজহারুল ইসলাম শফিক প্রমুখ।