বান্দরবানে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
বান্দরবানের থানচি উপজেলায় লালসিং ম্রো হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ মীর মো. এমতাজুল হকের আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেওয়া হয়েছে।
দণ্ডিতরা হলেন কুইরিং ম্রো (৩০), কাইংওয়াই ম্রো (৩৫), লাংসিং ম্রো (৩৫), কিং ওয়াং ম্রো (৪৫) ও মেন ওয়াং ম্রো (২৮)। সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ৪০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে অতিরিক্ত এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া তাংলাই ম্রো (২৭) এবং ছোট পাড়াও (৩০) এ দুজনকে খালাস দেওয়া হয়েছে। তারা মামলার শুরু থেকেই পলাতক ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী তপন কুমার দাশ মামলার বরাত দিয়ে জানান, ২০১১ সালের ৫ মে উপজেলায় ককলাইং পাড়ায় চাষি লালসিং ম্রোর (৬০) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় ডাকাতরা। বাধা দিতে গেলে ডাকাতরা লালসিংকে চুরিকাঘাত এবং গুলি করে হত্যা করে।
এ ঘটনায় নিহতের আত্মীয় মেনরাও ম্রো বাদী হয়ে থানছি থানায় হত্যা মামলা দায়ের করেন।