চট্টগ্রামে জাহাজ ভাঙা কারখানায় শ্রমিক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে জাহাজ ভাঙা কারখানায় মারা গেছেন এনাম নামের এক শ্রমিক। আজ মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, নিহত এনামের বাড়ি ময়মনসিংহে। তিন বছর ধরে তিনি ভাটিয়ারীর ফেরদৌস শিপ ইয়ার্ডে কাজ করছিলেন।
সহকর্মী জামশেদ জানান, একটি জাহাজে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই এনামের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।