হবিগঞ্জে গ্যাস বিস্ফোরণে প্রকৌশলীসহ নিহত ৪
হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চার কোম্পানিতে গ্যাসের বিস্ফোরণে এক প্রকৌশলীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— মিজান গাজী, মাহফুজ মিয়া ও রিয়াজ মিয়া। তারা চাঁদপুর জেলার বাসিন্দা।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানিতে গ্যাস লাইনে কিছু ত্রুটি দেখা দেয়। সেখানে কাজ করতে যান প্রকৌশলী ও শ্রমিকরা। কাজ চলাকালে হঠাৎ গ্যাসের বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মারা যান মিজান গাজী ও মাহফুজ মিয়া। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকিজ গ্রুপের কর্মচারী রিয়াজসহ দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে কোম্পানির ভেতরে সাংবাদিক ও জনসাধারণ কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ কারণে বিস্ফোরণের বিষয়ে কোম্পানির কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।