টাঙ্গাইলে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/01/tangail_pic_1.jpg)
টাঙ্গাইলের মধুপুরে বাসচাপায় অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১ জুন) দুপুর ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক সড়কের উপজেলার গাংগাইর বোমা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জেলার ধনবাড়ী উপজেলার পাইস্কা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাঈনুদ্দিন (৫০), তাঁর স্ত্রী তাহেরা বেগম (৪০) ও একই গ্রামের দরদ আলীর ছেলে ফরহাদ (৪৫)। দুর্ঘটনায় নিহত শিশুর পরিচয় জানা যায়নি।
মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ জানান, মধুপুর হতে ঢাকাগামী বিনিময় পরিবহণের একটি বাস মধুপুরগামী একটি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া এক শিশু গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এসআই আরও জানান, এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।