গোপালগঞ্জে ট্রাক-পিকআপ ও প্রাইভেটকারের সংঘর্ষ, শ্রমিক নিহত

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারের সামনে মানুষের ভিড়। ছবি : এনটিভি
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক-পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মো. আবুল হোসেন (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ জুন) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোজাহার হাওলাদার (৫৫) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।
নিহত আবুল কুমিল্লার সোনারগা উপজেলার চালিডাঙ্গা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, ‘জেনারেটর ভর্তি একটি পিকআপ ভ্যান ঢাকা থেকে যশোরে যাচ্ছিল। পিকআপটি ভোর ৬টার দিকে হোগলাকান্দি এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক ও খুলনাগামী প্রাইভেটকারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা শ্রমিক আবুল হোসেন নিহত হন।’
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।