জামায়াতের সমাবেশ : সতর্ক অবস্থায় পুলিশ
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জামায়াতে ইসলামী সমাবেশ শুরু হয়েছে। দুপুর ২টায় কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে এ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু করে দলটি।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের সামনে ও ভেতরের খোলা জায়গাতে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। ভেতরে প্রবেশের সময় জামায়াতের নেতাকর্মীরাই তাদের দলীয় নেতাকর্মীদের ব্যাগ তল্লাশি করে ভেতরে প্রবেশ করাচ্ছেন। অন্যদিকে, জামায়াত ইসলামীর সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা।
আজ শনিবার (১০ জুন) সকাল থেকে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে। রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের আশপাশে, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে, মৎস্য ভবন, জাতীয় প্রেসক্লাব, শাহবাগসহ এ সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনির কড়া নিরাপত্তা দেখা গেছে।
সমাবেশস্থলে থেকে দেখা গেছে, সমাবেশে মিলনায়তনের গেট দিয়ে প্রবেশ করছেন জামায়াত নেতা-কর্মীরা। নিজস্ব ব্যবস্থায় দলটি সবাইকে তল্লাশির মধ্য দিয়েই ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। তল্লাশির জন্য তারা মেটাল ডিটেক্টর ব্যবহার করছেন। ব্যাগ খুলেও দেখা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সকাল ১১টা থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।
দায়িত্বরত পুলিশ সদস্যরা জানায়, জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়, সে জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের ভিতরে এবং বাইরে থানা পুলিশ, ডিবিসহ সাদা পোশাকে এবং রিজার্ভ পুলিশ সদস্যরাও মোতায়েন রয়েছেন।
রমনা বিভাগের ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সব শাখার লোকজন এখানে ডিউটিতে রয়েছেন। তবে, আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, জামায়াত শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করবে। তারপরও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমরা ততপর আছি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেন, আমরা রাজধানীর যেখানে যেমন প্রয়োজন সেখানে তেমনভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছি। কোথাও প্রোগ্রাম হলেও আমাদের এই নিরাপত্তা ব্যবস্থা থাকে। জামায়াতের সমাবেশকে কেন্দ্র করেও পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।