মিরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল
রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, নেতাকর্মীসহ আলেম-ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভ মিছিল করে দলটি।
আজ বুধবার (৪ অক্টোবর) সকালে মিরপুরের সনির মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিড়িয়াখানা সড়কের রাইনখোলা বাজারে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান বলেন, ‘রাজধানীসহ সারা দেশের পাড়া মহল্লায় আন্দোলন গড়ে তুলুন, তাহলেই এই জালিম সরকার পালানোর পথ পাবে না।’
মাহফুজুর রহমান বলেন, ‘সরকার জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রেখেছে। আজকের বিক্ষোভ থেকে শীর্ষ নেতৃবৃন্দসহ আটক সকলের অবিলম্বে মুক্তি দাবি করছি। আলেম ওলামাদেরকে মুক্তি দিতে হবে। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।’