জাতির পিতার সমাধিতে ঢাকা জেলা আ.লীগের শ্রদ্ধা নিবেদন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/19/gopalganj_al_news_pic.jpg)
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগ নেতারা। আজ সোমবার (১৯ জুন) ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের নেতৃত্বে জাতির পিতার সমাধিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. মো. এনামুর রহমান, দপ্তর সম্পাদক আরমান হোসেন অপু, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্যসহ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা জেলা আওয়ামী লীগ নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে জাতির ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন।