বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকা টোল আদায়
বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।
আজ মঙ্গলবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী অহসানুল কবীর পাভেল বলেন, ‘আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ টোল আদায় হয়েছে। এ ছাড়া, গত ২৪ জুন ২৮ হাজার ৩৯৮টি ও ২৫ জুন ২৯ হাজার ৮৫৭টি যানবাহন পারাপার হয়েছে বঙ্গবন্ধু সেতু দিয়ে।’
এদিকে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে রাতে কিছুটা যানবাহনের চাপ থাকলেও সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ কিছুটা কমে আসে। এই রিপোর্ট লেখা পর্যন্ত উত্তরবঙ্গমুখী লেনে যানবাহনের চাপ রয়েছে।
পুলিশ জানায়, উত্তরবঙ্গগামী সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আট শতাধিক পুলিশ রয়েছে। তারা যানজট এড়াতে কাজ করছেন।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, ‘বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও যানজট নেই। বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর দিয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ যাতায়াত করে। এই মহাসড়ক দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ১৭-১৮ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের সময় এ সংখ্যা দাঁড়ায় ৩৫-৪৫ হাজারে।’
ওসি বদরুল কবীর বলেন, ‘এবার মহাসড়কে ভোগান্তি এড়াতে ঝুঁকিপূর্ণ স্থান সংস্কার ও নলকা ফ্লাইওভার খুলে দেওয়া হয়। এ কারণে এখন পর্যন্ত এই মহাসড়কে কোনো যানজট সৃষ্টি হয়নি। মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে।’