রশি বেয়ে দোকানে নেমে মুঠোফোন চুরি, তথ্যপ্রযুক্তির সহায়তায় ধরা
সাতক্ষীরায় অভিনব কায়দায় মোবাইল শোরুম থেকে নগদ টাকা ও ৩৭টি মোবাইল চুরির ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৭ জুলাই) জয়পুরহাট জেলার পাচবিবি থানার সীমান্তবর্তী ধরঞ্চি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বিকেল ৩টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নূর ইসলাম। সে গাইবান্ধা জেলার জোদ্দ কড়িশিং এলাকার আব্দুল মান্নানের ছেলে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আতিকুল ইসলাম, সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহিতুল ইসলাম, উপপরিদর্শক তন্ময় মোহন্ত প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান জানান, গত ২১ জুন তারিখে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় এলাকার মোহাম্মদিয়া টেলিকম নামে একটি দোকানে চুরির ঘটনা ঘটে। দোকানের টিনের চাল কেটে রশি দিয়ে ঝুলে নগদ দুই লাখ ৭৫ হাজার টাকা ও ৩৭টি মোবাইল চুরি করে সংঘবদ্ধ চোরচক্র। চুরি হওয়া মোবাইলের দাম আনুমানিক ১০ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর নূর ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী একটি পরিত্যক্ত ঘর থেকে চুরি হওয়া ৩৫টি মোবাইল উদ্ধার করে পুলিশ। বাকি দুটি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার আসামিকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সাতক্ষীরা সংবাদদাতা