কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
মোবাইল চুরির অভিযোগে ধামরাইয়ে এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে বর্বর নির্যাতন চালিয়েছে এলাকাবাসী। কয়েকজন মিলে সংঘবদ্ধভাবে মারধর করলে আল আমিন (১৭) নামের ওই কিশোর গুরুতর আহত হয়। নির্যাতনের এ ঘটনার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরের গাংগুটিয়া ইউনিয়নের চারিপাড়া আদর্শ গ্রামে গাছের সঙ্গে বেঁধে দলবদ্ধভাবে পেটানো হয় আল আমিনকে।
স্থানীয়রা জানান, গত শুক্রবার ওই গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়ি থেকে তার ব্যবহৃত মুঠোফোন খোয়া যায়। মোবাইল ফোনটি খোঁজাখুঁজি করেও না পেয়ে সন্দেহের বশে আল আমিনকে বাড়িতে গিয়ে একদফা মারধর করেন কুদ্দুস। পরে নিজের বাড়িতে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে দলবদ্ধভাবে মারধর করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদুর রহমান