নির্দলীয় সরকারের এক দফা দাবিতে রাজপথে থাকবে লেবার পার্টি
সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের একদফা দাবিতে রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।
আজ বুধবার (১২ জুলাই) বিকালে নয়াপল্টন কার্যালয়ে দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এ কর্মসূচি ঘোষণা করেন।
মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। গণতন্ত্র হরণকারী, লুটেরা, ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ এখন জনগণের গণদাবী। জনগন আওয়ামী জুলুম নির্যাতন দুর্নীতি লুটপাট ও অর্থপাচার থেকে মুক্তি চায়। ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের সাইরেন বেজে উঠেছে। তাই সকল দেশপ্রেমিক গনতন্ত্রকামী শক্তিকে বিএনপির নেতৃত্বে যুগপৎ ধারার আন্দোলন সংগ্রামে শামিল হওয়া সময়ের দাবি। লেবার পার্টি একদফা দাবি হচ্ছে-নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন।’
এসময় বাংলাদেশ মানবাধিকার সংরক্ষন সংস্থার চেয়ারম্যান এডভোকেট জহুরা খাতুন জুই, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, এডভোকেট আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মাওলানা আনোয়ার হোসেন, যুগ্ম-মহাসচিব হুমাউন কবির, আবদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, অর্থ সম্পাদক মো. রাসেল সিকদার, ছাত্র বিষয়ক সম্পাদক সৈকত চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ রুমান সিকদার, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।