সমাবেশের পর শোভাযাত্রায় আওয়ামী লীগ
আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষ করে শোভাযাত্রা শুরু হয়েছে। এটি ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ, কাঁটাবন, সাইন্সল্যাব, কলাবাগান হয়ে ধানমণ্ডি বত্রিশে উন্নয়ন শোভাযাত্রা শেষ হবে। শোভাযাত্রার উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে আজ মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হয় সমাবেশ।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ূন কবীর।
এর আগে শোভাযাত্রায় যোগ দিতে হাজারও নেতাকর্মী জমা হয়েছেন রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়কে। হাতে শোভা পাচ্ছে প্লাকার্ড, সেখানে লেখা নানা স্লোগান। রঙবেরঙের ক্যাপ ও টি-শার্টে সেজে জড়ো হয়েছেন অনেকে। বিভিন্ন সংগঠন ও থানা-ওয়ার্ড নেতাকর্মীরা বাদ্যবাজনা ও ঘোড়ার গাড়ি নিয়ে আছেন শোভাযাত্রা শুরুর অপেক্ষায়।
ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের থানা ওয়ার্ড থেকে মূল দলের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। তারপর শুরু হয় সামবেশ। সমাবেশ শেষে শোভাযাত্রায় আছেন কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি সমির চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু, যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল প্রমুখ।
এর আগে দুপুর ৩টায় মঞ্চে মহানগরের নেতারা সমাবেশ পরবর্তী উন্নয়ন শোভাযাত্রার রোডম্যাপ ঘোষণা করেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। তিনি বলেন, ‘শান্তি সমাবেশ শেষে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে থেকে শাহবাগ, কাঁটাবন, সাইন্সল্যাব, কলাবাগান হয়ে ধানমণ্ডি বত্রিশে উন্নয়ন শোভাযাত্রা শেষ হবে।’