ফেনীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ
ফেনীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ-সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীসহ অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়। আজ মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে।
আজ বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে একটি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের বড় মসজিদ হয়ে ইসলামপুর রোডের সামনে এলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। তখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রেসক্লাব ভবন, কয়েকটি বেসরকারি ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়।
জেলাবি জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘একদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের পদযাত্রায় হামলা করে অন্যদিকে পুলিশ বিএনপির নেতাকর্মীদের লাঠিপেটা করেছে। এজন্য বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ইটপাটকেল ছোড়ে। এ সময় জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয় বলে দাবি করেন তিনি।
পুলিশ সুপার জানান, বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ নিরাপত্তার জন্য ফাঁকা গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।