বিএনপি মহাসচিবের কর্মসূচি স্থগিত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্ধারিত দুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ২টা ৩ মিনিটে বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ শুক্রবার বেলা ৩টায় নির্ধারিত মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবনে এবং বিকেল ৪টায় কাওরান বাজারের ওয়াসা ভবনে অনুষ্ঠেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের কর্মসূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক