সরকারের বিরুদ্ধে দেশের মানুষ ফুঁসে উঠেছে : ইরান
ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে দেশের জনগণ ফুঁসে উঠেছে দাবি করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আজ শিক্ষক, শ্রমিক ও ছাত্ররা জেগে উঠেছে। এই অবৈধ সরকারের পদত্যাগের জন্য গোটা দেশের মানুষ ফুঁসে উঠেছে।’
আজ বুধবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের কস্তুরী চত্বরে যুগপৎ ধারায় একদফা দাবিতে পদযাত্রাপূর্ব সমাবেশে এ কথা বলেন লেবার পার্টির চেয়ারম্যান।
ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক দফা আন্দোলন সফল করতে হবে। চলমান আন্দোলনে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে। নির্দলীয় সরকার ছাড়া কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হবে না। আর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া জাতির মুক্তি হবে না।’
লেবার পার্টির চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। তারা গণতন্ত্র ও সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাস করে না। ফ্যাসিবাদী কায়দায় জোর জবরদস্তির মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নিয়েছে তারা।’
আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরোধীদলের রাজনৈতিক কার্যক্রমে হামলা চালাচ্ছে অভিযোগ করে ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে এক দফা দাবিতে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীরা আন্দোলন করছে। শান্তিপ্রিয় এসব আন্দোলনে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সশস্ত্র আক্রমণ করে দুজনকে হত্যা ও হাজার হাজার নেতাকর্মী হামলা নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছে। আসলে তারা (আওয়ামী লীগ) হত্যা, খুন, গুম ও মানুষের রক্ত ঝরাতে পছন্দ করে।’