বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল দখল নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ
বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের দখল নিয়ে শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
মহানগর শ্রমিক লীগ ঘোষিত কমিটিতে পদ না পাওয়ায় প্রথমে সড়ক অবরোধ করে শ্রমিক লীগের একাংশের নেতারা। এ সময় কিছুক্ষণ বাস চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে বাস চলাচল শুরু হয়। এরপর শ্রমিক ইউনিয়নের বিভাজন নিয়ে টার্মিনালে প্রবেশ করে শ্রমিক ইউনিয়নের একাংশ। এ সময় তাদের ওপর হামলা চালান মালিক সমিতির নেতারা। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করলে আবারও বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল।
এ সময় হামলাকারী মালিক সমিতির নেতাকর্মীদের ওপর পাল্টা হামলা চালিয়ে তাদের মারধর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে থাকার পর প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়।

আকতার ফারুক শাহিন, বরিশাল