শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যা, যুবক আটক
বরগুনায় শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইলিয়াস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—হাফিজুর (১৩) ও তাইফা (৩)। হাফিজুল একই এলাকার গোলাম খবিরের ছেলে ও তাইফা ভুক্তভোগী নারীর মেয়ে।
আটক হওয়া ইলিয়াস সদর উপজেলার খাজুরতলা আবাসনের বাসিন্দা। তিনি ভুক্তভোগীর আপন বড় বোনের স্বামী।
জানা যায়, গভীর রাতে শ্যালিকাকে ধর্ষণের উদ্দেশ্যে তার ঘরে যান ইলিয়াস। কিন্তু, তাতে বাধা দিলে শ্যালিকাকে এবং তার মেয়ে তাইফা ও প্রতিবেশী হাফিজুরকে কুপিয়ে জখম করেন ইলিয়াস। এতে ঘটনাস্থলেই হাফিজুর মারা যায়। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তাইফা। আহত ভুক্তভোগী নারীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘হত্যার সঙ্গে জড়িত ইলিয়াসকে আমরা আটক করেছি। ভুক্তভোগীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)