সারা দেশে বেগম জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া
বেশ কিছু দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তাই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে মেডিকেল বোর্ড। একাধিক জটিলতা থাকায় সীমাবদ্ধতা রয়েছে। এজন্য তাঁকে বারবার মাল্টিপল ডিজিজ সেন্টারে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। রক্তের হিমোগ্লোবিন, প্রেসার ও ডায়াবেটিসসহ স্বাস্থ্যের প্রায় সবকটি প্যারামিটারই ওঠানামা করছে। অ্যান্টিবায়োটিক দিয়ে তা কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে এ তথ্য জানান।
মেডিকেল বোর্ডের সদস্য ডা. জাহিদ হোসেনের সেই খবরের ভিত্তিতে আজ বুধবার (১৬ আগস্ট) সারা দেশে বেগম জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল আয়োজনের ঘোষণা দেয় দলটি। সারা দেশ থেকে এনটিভির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
আইয়ুব আলী, ময়মনসিংহ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ মহানগর বিএনপি জেলা বিএনপির অফিসে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে। আজ বাদ জোহর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী, কাজি রানা, শাহ শিব্বির আহমেদ, এ কে এম মাহবুবুল আলম, শামিম আজাদসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
বেগম খালেদা জিায়ার রোগমুক্তি কামনায় মহানগর ও জেলা বিএনপি এবং সাবেক সংস সদস্য নজরুল ইসলাম মঞ্জু পৃথক পৃথকভাবে দোয়া ও আলোচনা সভা করেছে। আজ দুপুরে কেডিঘোষ রোডে বিএনপি কার্যালয় এবং সোনাডাঙ্গা থানা বিএনপি কার্যালয়ে পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়।
কেডিঘোষ রোডে বিএনপির কার্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।
প্রায় একই সময় সোনাডাঙ্গা থানা বিএনপির অফিসে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আকতার ফারুক শাহিন, বরিশাল
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল করেছে বিএনপি। আজ বিকেলে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল হয়। একই সময়ে নগরীর সাধুর বটতলার সৈয়দ মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া মাহফিল করেছেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ আহসান কবির হাসান ও আব্বাস উদ্দিন বাবলা, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, বিএনপিনেতা আনোয়ারুল হক তারিন, রফিকুল ইসলাম শাহিন, হোসেন চৌধুরী, শহিদ তালুকদার।
মহানগর বিএনপির দোয়া মাহফিলে আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় বক্তব্য দেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার, সদস্য আ ন ম সাইফুল আহসান আজিম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, আব্দুল হালিম মৃধা, হুমাউন কবীর মাসুদ, আজাদ হোসাইন, সাইফুল আনাম বিপু, মঞ্জুরুল হক জিসান, জাহিদুর রহমান রিপন প্রমুখ।
এর আগে দক্ষিণ জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির জ্যেষ্ঠ সদস্য নাজিম উদ্দিন পান্না, বরিশাল কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক এয়ায়েত হোসেন বাচ্চু, বাকেরগঞ্জ বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জুয়েল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু, কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব সেলিম মোল্লা প্রমুখ।
তারেক স্বপন, নারায়ণগঞ্জ
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। আজ বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হিরাজিল এলাকায় একটি অডিটরিয়ামে এই আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসকুল ইসলাম রাজীব, নাসির উদ্দিন প্রমুখ।
পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মানিকগঞ্জে দোয়া ও আলোচনাসভার আয়োজন করে জেলা বিএনপি। আজ সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া ও আলোচনাসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির ও সাবেক ছাত্রনেতা গোলাম কিবরিয়া সাঈদ।
আলোচনাসভাশেষে বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ অসুস্থ সবার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এই দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি, সব অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন কমিটির নেতারা।
মোস্তাফিজ আমিন, ভৈরব
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কিশোরগঞ্জের ভৈরবে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। আজ বিকেলে কমলপুরে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত ওই আলোচনা ও দোয়া মাহফিলে বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী অংশ নেন।
উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর রোগমুক্তির পাশাপাশি দীর্ঘ নেক হায়াত কামনা করা হয়। দোয়া করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায়।
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দিয়ারধানগড়া মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন হিটলার, ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্না, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।
বিএনপির নেতারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন এবং তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।
মো. আফজাল হোসেন, ভোলা
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জোহর শহরের বড় মসজিদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপির সদস্য গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুমেন, বাচ্চু মোল্লা, থানা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিনসহ জেলা ও উপজেল পর্যায়ের শত শত নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন।
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শহরের পাওয়ার হাউজ রোড এলাকায় জেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সাবেক যুগ্ম সম্পাদক এ বি এম মমিনুল হক, জিয়া পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন প্রমুখ।
পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।