ছাত্রলীগনেতাকে অব্যাহতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন
নরসিংদীর রায়পুরায় স্থানীয় সংসদ সদস্যের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে শোক দিবস ও জাতির পিতার শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান পালন করায় এক ছাত্রলীগনেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আজ রোববার (২০ আগাস্ট) দুপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রায়পুরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে, স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর ছেলে রাজিব আহমেদ পার্থর নির্দেশে বিনা অপরাধে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন রায়পুরা পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক তানভীর।
সংবাদ সম্মেলনে তানভীর বলেন, ‘গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ১২০টি মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীসহ শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করি। এবং রায়পুরায় বিভিন্ন উপজেলার তিন দিনব্যাপী জাতির পিতার ৪৮তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করি। এতে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর ছেলে রাজিব আহম্মেদ প্রার্থ আমর ওপর ক্ষিপ্ত হন। এরই পরিপ্রেক্ষিতে তাঁর নির্দেশে রায়পুরা পৌরসভা ছাত্রলীগ গত শুক্রবার কোনো রকম কারণ দর্শানো ছাড়াই বিনা দোষে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আমাকে পদ থেকে অব্যাহতি দেন। এতে তৃণমূল ছাত্রলীগকর্মীরা মর্মাহত।’
সংবাদ সম্মেলনে তানভীর প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের কাছে সুষ্ঠ তদন্তের দাবি ও আদেশ প্রত্যাহারের অনুরোধ জানান।
স্থানীয় এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর ছেলে রাজিব আহমেদ পার্থ অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর অব্যাহতির ব্যাপারে আমি কিছুই জানি না। আমি কাউকে বহিষ্কার করতে নির্দেশ দেইনি। আপনারা পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাতুলের সঙ্গে কথা বলেন।
রায়পুরা পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাতুল চৌধুরীর যোগাযোগ করতে চেষ্টা করে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওা যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রায়পুরা পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আশিক আফজাল সজীব, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি কামাল মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি তাপস কুমার বিশ্বাস, পৌর ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি সিরাজুল হক পায়েল, সাধারণ সম্পাদক এনামুল হক আরমান, পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সহসভাপতি তানভীর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন আহমেদ প্রমুখ।