সাংবাদিক মারধর : ছাত্রলীগ নেতাসহ দুজনের জামিন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/03/25/cmm01.jpg)
লোহার রড, হকিস্টিক ও লাঠি দিয়ে দৈনিক সময়ের আলোর সাংবাদিক সাব্বির আহমেদকে মারধর ও জখমের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ছাত্রলীগ নেতাসহ দুই আসামি। আজ সোমবার (২৫ মার্চ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই আদেশ দেন।
এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসামিরা। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন। জামিন প্রাপ্ত আসামিরা হলেন—তিতুমীর সরকারি কলেজের ছাত্রলীগের সহসম্পাদক এস এম ইমরুল রুদ্র ও সাইফুল নিজাম কায়সার।
নথি থেকে জানা গেছে, গত ২২ মার্চ সন্ধ্যা ৭ টার দিকে তিতুমীর কলেজে ইফতার শেষে বের হয়ে আসার সময় আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাসের মূল ফটকের সামনে বটতলায় পৌঁছা মাত্রই আসামিরা পূর্ব পরিকল্পিত ভাবে লোহার রড, হকিস্টিক ও লাঠিসহ সাংবাদিক সাব্বির আহমেদের পথরোধ করে অতর্কিতভাবে আক্রমণ করে। তখন আসামি রুদ্র তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে সাব্বির আহমেদের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।
এ ঘটনায় সাংবাদিক সাব্বির আহমেদের স্ত্রী তাহিনা রাদিয়া সুলতানা বাদী হয়ে বনানী থানায় মামলা করেন।