জামায়াতের আমিরসহ ৯৬ জনের বিচার শুরু
রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ বুধবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই আদেশ দেন। বিচারক সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।
এদিন, কারাগারে থাকা ডা. শফিকুর রহমান ও মিয়া গোলাম পরওয়ারকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামিরাও আদালতে হাজিরা দেন।
নথি থেকে জানা গেছে, ২০১২ সালের ৫ নভেম্বর জামায়াত-শিবিরের ২০০-৩০০ নেতাকর্মী দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও শীর্ষ নেতাদের কারামুক্তির দাবিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ ঘটনায় মিজানুর রহমান সুমন বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন।
পরবর্তেীতে, ৯৭ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আউয়াল হোসেন। তাদের মধ্যে আসামি আব্দুল জব্বার মারা গেছেন।